
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার পারুলিয়া জেলিয়া পাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) ও শিক্ষক- অভিভাবক কমিটি( পিটিএ) গঠন করা হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উৎসব মুখর পরিবেশে আগামী ০৩ বছরের জন্য এসএমসি ও পিটিএ কমিটি গঠন করা হয়েছে।
উক্ত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পারুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার অসীম কুমার ঘোষ। সহ-সভাপতি কবিরুল ইসলাম, সদস্য সচিব- সুজিত কুমার ঘোষ (প্রধান শিক্ষক), সদস্য- অঞ্জলি বালা কাজী (সহকারী শিক্ষক), শ্রীমতি প্রতিভা রায়, পলাশ চন্দ্র মন্ডল, অনিমেষ রং, মোছাঃ কানিজ ফাতিমা, শ্রীমতি মধুমালা মন্ডল, অজয় কুমার ঘোষ, সুমন কুমার মন্ডল। অন্যদিকে, শিক্ষক-অভিভাবক (পিটিএ) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। সহ-সভাপতি সনৎ কুমার চক্রবর্তী, সদস্য সচিব- ফাতিমা খাতুন (সহকারী শিক্ষক), সদস্য- সুজিত কুমার ঘোষ (প্রধান শিক্ষক), গোপাল চন্দ্র বিশ্বাস, মনিরুজ্জামান তোতা, শেখ মোঃ মাসুদ, শ্রীমতি রুপা রায়, শ্রীমতি মীরা রানী ঘোষ, শ্রীমতি স্বর্ণলতা সরকার।