নিজস্ব প্রতিবেদক:
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে ।
২০ অক্টোবর ( মঙ্গলবার) সকাল ১১ টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (এডিসি জেনারেল পদন্নোতি প্রাপ্ত) সাজিয়া আফরীন।
উক্ত নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান (সবুজ), দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা প্রকৌশলী বিরেন্দ্র নাথ হালদার, উপ সহকারী প্রকৌশলী এস এম সেলিম রেজা, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সধারন সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।