
নিজস্ব প্রতিবেদক: পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার পারুলিয়া ইউনিয়নে ২ ও ৩ নং ওয়ার্ডে সেকেন্দ্রা ও উত্তর পারুলিয়া এলাকাবাসীর আয়োজনে সেকেন্দ্রা মোড়ে উক্ত নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস আবারা, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর মোহম্মাদ, সাধারণ সম্পাদক রমজান আলী দফাদার, আওয়ামীলীগ নেতা ও কাউন্সিলর আব্দুল আলিম, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি তাজরুল ইসলাম তাজু, শেখ আবুল কাশেম, ইউনিয়ন শ্রমিলীগের সভাপতি সাইফুল ইসলাম, আব্দুল হাকিম বাবু । এলাকাবাসীর পক্ষে লুৎফর রহমান,এবাদুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রধান অতিথি তার সময়কালে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড এবং আগামী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় বক্তারা পারুলিয়া ইউনিয়নকে দূর্নীতি, দুঃশাসন, অনিয়ম মুক্ত এবং সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধর্ম বর্ণ সর্ব শ্রেণী পেশার মানুষ আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলামের পক্ষে সমর্থন ও নির্বাচনী কার্যক্রম করার প্রত্যয় জানান।