
লিটন ঘোষ বাপি: দেবহাটার উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলার পারুলিয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডে খেজুরবাড়ীয়া শাহাজানপুর পশ্চিমপাড়া এলাকাবাসীর আয়োজনে উক্ত নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার”লিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি তাজরুল ইসলাম তাজু, শেখ আবুল কাশেম, ইউনিয়ন শ্রমিলীগের সভাপতি সাইফুল ইসলাম। এলাকাবাসীর পক্ষে আফছার আলী, আলহাজ্ব গোলাম বারী, রেজাউল ইসলাম প্রমুখ।