
দেবহাটা ব্যুরো: ঈদুল আযহাকে সামনে রেখে দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদে সুষ্ঠভাবে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের ৪ হাজার ৮শ ৮৫ জন দুঃস্থ ও অসহায়কে ১৫ কেজি হারে ভিজিএফ’র চাল বিতরন করা হয়। সকালে আনুষ্ঠানিক ভাবে ভিজিএফ’র চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি । এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ইয়ামিন মোড়ল, ফারুক হোসেন, আব্দুল আলিম,সাহেব আলী, শেখ মকরম হোসেন সহ সকল ইউপি সদস্য এবং দায়িত্বরত ট্যাগ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।