লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলার পারুলিয়ায় লক্ষ টাকা ইউনিয়ন পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও পারুলিয়া যুবক সমিতির সহযোগীতায় লক্ষাধিক টাকা পারুলিয়া ইউনিয়ন পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।
উক্ত খেলায় পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আছাদুল হক, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, পারুলিয়া যুবক সমিতির জয়েন্ট সেক্রেটারি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, পারুলিয়া ইউপি সদস্য যথাক্রমে ফরহাদ হোসেন হিরা, গোলাম ফারুক, রবিউল ইসলাম, অসিম কুমার ঘোষ, আব্দুর রকিব, নবাব আলী, নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উক্ত ৮ দলীয় নকআউট খেলায় চ্যাম্পিয়ন দল পাবে ৭০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।
প্রথম সেমিফাইনাল খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুর ট্রাইবেকারে ৫-৪ গোলে স্কাই স্পোর্টস ক্লাব সাতক্ষীরাকে পরাজিত করে।