নিজস্ব প্রতিবেদক: পারুলিয়ায় পুরাতন স্মৃতি কে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বন্ধু ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে পারুলিয়া সাগর সাহা (এস,এস) মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১ শিক্ষাবর্ষের ছাত্রদের আয়োজনে উক্ত বন্ধু ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক লিটন ঘোষ বাপির সভাপতিত্বে উক্ত বন্ধু ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের ক্রীয়া সম্পাদক অসীম ঘোষ। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন সাংবাদিক লিটন ঘোষ বাপির নেতৃত্বে সাদা দল ক্রিকেট একাদশ ও ব্যাংক কর্মকর্তা শেখ ফরিদের নেতৃত্বে নীল দল ক্রিকেট একাদশ।
উক্ত খেলায় সাদা দল ক্রিকেট একাদশ জয় লাভ করেন। খেলা শেষে ভুঁড়ি ভোজের ব্যবস্থা করা হয়।