
দেবহাটা প্রতিবেদক: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ (যশ) মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার ইউপি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, সাহেব আলী, আলহাজ্ব গোলাম ফারুক, সালাউদ্দিন শরাফি, সিরাজুল ইসলাম, শহীদুল্লাহ গাজী, ইয়ামিন মোড়ল, মোকরম শেখ, নুরবানু কাদেরী, ইউপি সচিব আব্দুল হাকিম, দফাদার নুরুল ইসলামসহ সকল গ্রাম পুলিশ।
এসময় সভাপতি উপস্থিত সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের স্ব-স্ব সাইক্লোন শেল্টার পরিষ্কার করে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত রাখার নির্দেশ দেন। সভায় জানানো হয় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি আরও শক্তি সঞ্চয় করবে এবং উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরিনত হবে ঘূর্ণিঝড় ‘যশ’ এ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ এটি পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের উপর আঘাত হানতে পারে।