দেবহাটা ব্যুরো: বর্তমান সরকার গৃহহীনদের ঘর নির্মান প্রকল্পের অধীনে সারাদেশে গ্রহহীনদের অনলাইনে আবেদন আহবান করা হয়। তার প্রেক্ষীতে বুধবার, বেলা ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে যাচাই-বাচাই কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইউ,পি সদস্য আব্দুল আলিম, ফরহাদ হোসেন হিরা, সাহেব আলী, গোলাম ফারুক, সালাহউদ্দীন শারাফী, সিরাজুল ইসলাম, গাজী শহিদুল্লাহ, ইয়ামিন মোড়ল, মকরোম শেখ, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা নুর বানু কাদরী, নারগিজ পারভীন, হামিদা বেগম, দফাদার নুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কমকর্তরা উপস্থিত ছিলেন। সভায় গতকাল ১৮ ফেব্রুয়ারী-বৃহস্পতিবার পারুলিয়া মৃধাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ঘর আবেদন কারীদের যাচাই বাচাই অনুষ্ঠিত হবে, পারুলিয়া এস, এস, মাধ্যমিক বিদ্যালয়ে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ঘর আবেদন কারীদের যাচাই বাচাই অনুষ্ঠিত হবে, দক্ষিন পারুলিয়া জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ঘর আবেদন কারীদের যাচাই-বাচাই অনুষ্ঠিত হবে এ সময় দেবহাটা উপজেলা সমবায় অফিসার, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার ও উপজেলা একাডেমি সুপার ভাইজার উপস্থিত থাকবেন।
পারুলিয়ায় ঘর প্রাপ্তির আবেদন কারীদের যাচাই বাচাই কমিটির সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট