নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পারুলিয়া জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশে পারুলিয়া জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষের সঞ্চালনায় এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য অসীম কুমার ঘোষের সভাপতিত্ব উক্ত প্রাথমিক শিক্ষা সমাপনী কোর্স, বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক - অভিভাবক কমিটির সভাপতি উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক অশোক চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী সদরুল আমিন প্রমুখ।