লিটন ঘোষ বাপি, দেবহাটা: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদে ¯ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত ইউনিয়ন ¯ট্যান্ডিং কমিটি ও সুশীল সমাজ সংগঠনের সদস্যদের মধ্যে সেবা সমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে উপাত্ত সংগ্রহ এবং নেটওয়ার্ক গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নিরাপদ পানি, পয়নিষ্কাশন ও স্যানিটেশন ব্যবস্থাপনার স্থায়ী কমিটির সভাপতি প্যালেন চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ইউপি সদস্য মো. রবিউল ইসলাম, ওয়াল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরী সহ ইউনিয়ন ¯ট্যান্ডিং কমিটি ও সুশীল সমাজ সংগঠনের (সিএসও) নেতৃবৃন্দরা। এসময় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের সেবার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সকলের অংশগ্রহন নিশ্চিতকরতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। একই সাথে সাধারণ মানুষ সহজে ইউনিয়ন পরিষদ থেকে সেবা পেতে পারে সেব্যাপারেও বিভিন্ন দাবি জানান ¯ট্যান্ডিং কমিটির সদস্য ও সুশীল সমাজ সংগঠনের নেতৃবৃন্দরা। পাশাপাশি স্বাস্থ্য, স্যানিটেশন, পানি নিরাপত্তা, পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবারমান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা হয়।