
লিটন ঘোষ বাপি: তিন লক্ষাধিক টাকার পারুলিয়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে হল রুমে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সাফায়েত হোসেন বাচ্চুর সঞ্চালনায় পরামর্শ সভায় আট দলীয় নকাউট টুর্নামেন্টি ক্রীড়াঙ্গনে পারুলিয়ার অতীত ঐতিহ্য যাতে সমুন্নত রেখে সর্ব সাধারনের কাছে সুন্দর দৃষ্টি নন্দন ও ক্রীড়া নৈপুন্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে সে বিষয় নিয়ে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম, সাবেক ফুটবল তারকা দীন মোহাম্মদ, আজহারুল ইসলাম, পিয়ার আলি, আলহাজ্ব আকবার আলি, ইদ্রিস আলি, সফিকুল ইসলাম, আব্দুল আলিম খান, পারুলিয়া যুব সমিতির সাধারণ সম্পাদক সাজন সরদার, সাবেক সাধারন সম্পাদক ও মেম্বার সালাহউদ্দিন সরাফি, বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী রজফ আলী মোল্লা, প্রাক্তন প্রধান শিক্ষক মোকলেছুর রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ,দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, ফরহাদ হোসেন সবুজ। আরো উপস্থিত ছিলেন ইউপি মেম্বার অসিম কুমার ঘোষ, রবিউল ইসলাম, গোলাম ফারুক, ফরহাদ হোসেন হিরা, নবাব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামী ১১ ডিসেম্বর বিকাল ৩টায় শুভ উদ্বোধনী খেলায় শ্যামনগর ফুটবল একাডেমি ও সানরাইজ সুন্দরবন পূর্বপাড়া ফুটবল একাদ অংশগ্রহণ করবেন।

