নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে স্কুল বেইস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত স্কুল বেইস ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক আমেনা খাতুন, দিলীপ কুমার ঘোষ, অজয় ঘোষ, লিয়াকত হোসেন, রাইট টু গ্রো প্রজেক্টের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরী, পারুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ প্রমুখ। উক্ত স্কুল বেইস ক্যাম্পেইন অনুষ্ঠানে বিদ্যালয়ের কিশোর কিশোরীদের মাঝে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। যেখানে ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে এবং কিশোর ও কিশোরীদের মানসিক পরিবর্তন, বয়ঃ সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে অবগত করা হয়। নিজেদের বিদ্যালয়কে কিভাবে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখবে এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলবে এ বিষয়ে তারা উক্ত প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞান লাভ করে।