নিজস্ব প্রতিবেদক, দেবহাটা:
দেবহাটার পারুলিয়ায় রাইট টু গ্রো প্রোজেক্টের উপাত্ত সংগ্রহ ও নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) পারুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাইট টু গ্রো প্রোজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উপাত্ত সংগ্রহ ও নেটওয়ার্ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউপি সদস্য যথাক্রমে ফরহাদ হোসেন হিরা, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, হাসিনা খাতুন, ফারহানা পারভীন মুক্তি সহ সুশীল সমাজ সংগঠনের (সিএসও) নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ¯ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ ও রাইট টু গ্রো প্রোজেক্টের বিভিন্ন গ্রুপের সদস্যরা।
সভায় সাধারণ মানুষ সহজে ইউনিয়ন পরিষদ থেকে সেবা পেতে পারে সেব্যাপারে বিভিন্ন দাবি জানান গ্রুপ সদস্যরা। পাশাপাশি শিশুদের পুষ্টি, নিরাপদ পানি, স্বাস্থ্য, স্যানিটেশন, পয়ঃনিষ্কাশন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।