লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পুষ্টিহীনতা আক্রান্ত শিশুর মাঝে পুষ্টি কনা ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ জুন পারুলিয়া ইউনিয়ন সিএসও ফোরামের আয়োজনে এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের এর অর্থায়নে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হতদরিদ্র পরিবারের পুষ্টিহীনতা আক্রান্ত শিশুর মাঝে পুষ্টিকনা ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ফারহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরণ করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারীর সঞ্চালনায় উক্ত পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি সাংবাদিক লিটন ঘোষ, পারুলিয়া ইউপি মেম্বার ফরহাদ হোসেন হীরা, রবিউল ইসলাম, আব্দুল রকিব, অসীম কুমার ঘোষ, নবাব আলী, রাইট টু গ্রো প্রজেক্টের মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরী, পারুলিয়া ইউনিয়ন সিএসও ফোরামের সভাপতি আমজাদ হোসেন, সিএসও সাফায়েত হোসেন বাচ্চু, নাজমুল শাহাদাত। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসও বাবুরাম মন্ডল, সুভংকর ঘোষ, প্রশান্ত মন্ডল, সামাদ মোড়ল, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলেটেটর বিথী খাতুন, শারবানু সহ সিএসও ফোরামের সদস্যবৃন্দ, অপুষ্ট শিশুর অভিভাবকরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিগণের কাছ থেকে তার ইউনিয়নের অপুষ্টি শিশুর তালিকা গ্রহণ করেন এবং উন্নয়ন সহায়তা তহবিলের টাকা দিয়ে অপুষ্টি শিশুদের জন্য পুষ্টি কনা ও অন্যান্য পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী প্রদান করেন।