
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:
দেবহাটার পারুলিয়ায় জেন্ডার ও নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) পারুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার অনিন্দিতা বিশ্বাস সুশীল সমাজ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ¯ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ ও রাইট টু গ্রো প্রোজেক্টের বিভিন্ন গ্রুপ সদস্যদের জেন্ডার ও নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
এ সময় জেন্ডার বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয় এবং সমাজে নারী নেতৃত্বকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ায় সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, স্যানিটেশন, পয়ঃনিষ্কাশন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।