নিজস্ব প্রতিবেদক:দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের চালতেতলা কমিউনিটি ক্লিনিকের তহবিল গঠন বিষয়ক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় চালতেতলা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় এবং সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) আয়োজনে অনুষ্ঠিত তহবিল গঠন বিষয়ক পর্যবেক্ষণ সভায় সাংবাদিক লিটন ঘোষ বাপির সঞ্চালনায় এবং চালতেতলা কমিউনিটি ক্লিনিকের সভাপতি মহিলা মেম্বার ফারহানা পারভীন মুক্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা। সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্যে আলোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের এ্যাডভোকেসী ও জেন্ডার বিষয়ক অফিসার উজ্জ্বল কুমার পাল। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, ইউপি মেম্বার অসীম কুমার ঘোষ, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মতিউর রহমান, সমাজ সেবক গাজী সোলায়মান, ফেইথ লিডার দেলোয়ার হোসেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিভিএ সদস্য হয়রত আলী, চালতেতলা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মশিউর রহমান, রাইট টু গ্রো প্রোজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, সিভিএ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তহবিল গঠন বিষয়ক পর্যবেক্ষণ সভায় চালতেতলা কমিটি ক্লিনিকের আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য উপস্থিত সকলের সম্মতিক্রমে তহবিল গঠন ও ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমাজসেবক গাজী সোলায়মান কমিউনিটি ক্লিনিকের প্রতিমাসের বিদ্যুৎ বিল নিজে দেওয়ার ঘোষণা দেন এবং আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত সকলে কমিউনিটি ক্লিনিকের উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে ১০১১৭ ( দশ হাজার একশত সতেরো) টাকা তহবিল ফান্ডে অনুদান দেন।