
নিজস্ব প্রতিবেদক : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত পদ্ধতিতে নতুন বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা কার্যক্রম বাছাইকরণ করা হয়েছে । সোমবার সকাল ৯ ঘটিকা হইতে পারুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মুজিব বর্ষের উপহার স্বরূপ পারুলিয়া ইউনিয়ন এর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম এর উন্মুক্ত পদ্ধতিতে বাছাইয়ের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থ বছরের নতুন উপকারভোগী নির্বাচিত করা হয়।
উক্ত বাছাই অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন।