নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সাতক্ষীরা পানি বিশুদ্ধকরন ও সরবরাহকারী মালিক সমিতির আত্মপ্রকাশ একটি মাইল ফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন এই সংগঠনের মাধ্যমে সাতক্ষীরা পৌরবাসী বিশুদ্ধ খাবার পানিরও নিশ্চয়তা পাবে। তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সোমবার সকালে তার বাসভবনে মালিক সমিতির কর্মকর্তারা সাক্ষাৎ করতে গেলে আলহাজ¦ নজরুল ইসলাম এ কথা বলেন। এ সময় সমিতির সভাপতি রকিবুল হাসান(বৃষ্টি ড্রিংকিং ওয়াটার) ও সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান লিটু(জমজম বিশুদ্ধ খাবার পানি)সহ অন্যান্য কর্মকর্তারা জেলা পরিষদ চেয়ারম্যানকে পুস্পস্তবক দিয়ে স্বাগত অভিনন্দন জানান।
অনাড়ম্বর এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মো. হাবিবুর রহমান (শাপলা ড্রিংকিং ওয়াটার), সহসভাপতি মো. আবু জাফর (দিজলা ড্রিংকিং ওয়াটার), সহসভাপতি রেজাউল ইসলাম ( আল্লাহর দান ড্রিংকিং ওয়াটার), যুগ্ম সম্পাদক মির্জা সুলতানা (হক ড্রিংকিং ওয়াটার), অর্থ সম্পাদক সমিত কুমার ঘোষ ( যমুনা ড্রিংকিং ওয়াটার), সাংগঠনিক সম্পাদক আলী হোসেন টুটুল ( তৌফিক ড্রিংকিং ওয়াটার) ও কার্য নির্বাহী সদস্য আল্লামা ইকবাল ( সাফা মক্কা পিওর ড্রিংকিং ওয়াটার । উল্লেখ্য যে নয় সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি এই কমিটি গত ২১ ডিসেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করেছে।