তালা প্রতিনিধি:
পদ পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সাতক্ষীরার তালা উপজেলা পাটকেলঘাটা (ভূমি) অফিসের কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। ৮তম দিনের অংশ হিসেবে আজ মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে চলছে দিনব্যাপী এই কর্মবিরতি।
কর্মবিরতিতে এসময় ভূমি অফিসের খান নাজির কাম ক্যাশিয়ার মোঃ নুরুল আমিন, সায়রাত সহকারী অশিম কুমার, সায়রাত সহকারী মোঃ সফিকুল ইসলাম, সাট্রিফিকেট সহকারাী মোঃ অহিদুজ্জামান, সার্ভেয়ার মোঃ বরকত উল্লাহ, মোঃ আব্দুর রহমান, অফিস সহকারি রহিমা খীতুন মোঃ সাহাজানসহ অফিসের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তারা দাবীতে বলেন, সচিবালয়ের ন্যায় অবিলম্বে পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের আদেশ জারী না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। একই কর্মসূচি সারা বাংলাদেশে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসসমূহে ও পালিত হচ্ছে মর্মে জানা গেছে। তাদের এই কর্মবিরতি গত ১৫ নভেম্বর থেকে শুরু করে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।