
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহি বানিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারটি দীর্ঘ এক যুগ ধরে নানা সমস্যায় জর্জরিত। বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ ছোট বড় ৮টি সড়কের বেহাল দশা। রাস্তার পিচ, ইট বালি খোয়া উঠে বড় বড় খানাখন্দে পরিনত হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার মধ্যে পানি জমে থাকে। নেই কোন পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা। বাজারের রাস্তাঘাট ও পানি নিস্কাশনের সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দূর্ভোগে পড়েছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহি এই বাজারটি জেলা সদরের উপকন্ঠে তালা উপজেলার পাটকেলঘাটার মহাকবি মাইকেলমধুসুদন দত্তের স্মৃুতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে অবস্থিত। এক সময় আখের পাটালি, গুড়, হলুদ, পাট, ওল, পান ও নারিকেলের জন্য প্রসিদ্ধ ছিল পাটকেলঘাটা বাজার। এখানে পুলিশ স্টেশন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর কার্যালয়, তালা উপজেলা সরকারি খাদ্য গুদাম, উপজেলা ভূমি অফিস, ডাক ঘর. জনতা ব্যাংক, অগ্রণী, পূবালী ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক সহ সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ, মাদ্রাসা সহ মোট তিন সহস্্রাধিক দোকান পাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দীর্ঘ ১২ বছরের এই বাজারের তেমন কোন উন্নয়ন হয়নি। এখানকার বাজারের সাথে সংযুক্ত বলফিল্ড সড়ক, পাটকেলঘাটা হাই স্কুল রোড়, পল্লী বিদ্যুৎ সড়ক, অভার ব্রীজ সড়ক, টাওয়ার রোড, গরু হাট খোলার রোড, কালিবাড়ী রোড, পারকুমিরা সংযুক্ত সড়ক, বাজারের ডাক বাংলা সড়ক, ইউনিয়ন পরিষদ সড়ক সহ ছোট-বড় প্রতিটি সড়কেরই বেহাল দশা। রাস্তার বিটুমিন ও খোয়া উঠে বড় বড় খানাখন্দে পরিনত হয়েছে। ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই রাস্তার মধ্যে এক থেকে দেড় ফুট পানি জমে থাকে। কাঁদার মধ্যে দাঁড়িয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীদের বেঁচা-কেনা করতে হয়। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় এমপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানরা বাজারের উন্নয়ন ও রাস্তা ঘাট সংস্কার নিয়ে তাদের মাথা ব্যাথা নেই। কথা বললেই একে অন্যের দোষ চাপিয়ে এড়িয়ে যান।
পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডের ব্যবসায়ী পলাশ, হাসানুজ্জামান, দেলওয়ার জানান, বাজারের রাস্তা-ঘাট ও পানি নিস্কাশন এবং ড্রেনে ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের উপজেলা নেতৃবৃন্দের মতবিরোধই দায়ি।
সাতক্ষীরা এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার জানান, পাটকেলঘাটা জনগুরুত্বপুর্ন বাজারটির উন্নয়নে পাঁচ রাস্তা মোড় থেকে ফুড গোডাউন পর্যন্ত ৬০০ মিটার কাজ ১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে গত অর্থবছরে শুরু হয়। ইতিমধ্যে ড্রেন, গাইডল, হাডবেষ্ট প্রিপারেশনের কাজ শেষ হয়েছে। রাস্তার ঢালায়ের কাজ বাকি আছে। বর্তমানে অর্থ বরাদ্দ না থাকায় কাজ বন্ধ রয়েছে। এছাড়া বাজারের অনান্য রাস্তা গুলো সংস্কারের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি। তবে পর্যায়ক্রমে কাজ করা হবে।