নব কুমার দে, তালা প্রতিবেদক: সাতক্ষীরা জেলার তালা উপজেলার বানিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের রাস্তা ঘাটগুলোর বেহাল দশা চরমে পৌছেছে। ফলে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে। বর্ষাকালে জনগন চলাচলে চরম ভোগান্তিতে পড়ে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাটকেলঘাটা বাজারে প্রবেশের রাস্তা সাতটি আছে। কালীবাড়ি রোড, গরু হাটা রোড, কলেজ রোড, তৈলকুপি রোড, পল্লীবিদ্যুৎ রোড, হাইস্কুল রোড এবং গোডাউন রোড। ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বানিজ্যিক বাজারে প্রবেশের এ রাস্তা গুলো খানা-খন্দ ও খাদে পরিণত হয়েছে। এর মধ্যে কলেজ রোড টি চলতি বছর কার্পেটিং করা হয়েছে। গোডাউন রোডের কাজ খুব ধীর গতিতে চলছে। এই বানিজ্যিক বাজারে ছোট -বড় মিলে প্রায় চার হাজার ব্যবসায়ী রয়েছে। সকল ব্যবসায়ীগন প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যবসায়ী জানান, এই এমপিকে ভোট দিয়ে আমাদের কোনো লাভ হলো না। জানা যায় পাটকেলঘাটা বাজারের উন্নয়ন প্রকল্পের জন্য প্রতি বছর ইসলামকাটি রেজিঃ অফিস থেকে ১% বরাদ্দ দেওয়া হয়। এ,ডি,পি,থেকে প্রতিবছর বাজেট থাকে। এই দুই বাজেট স্থানীয় সরূলিয়া ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বাস্তবায়িত হয়। একটু বৃষ্টি হলেই বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা নেই। শুধুমাত্র গরু হাটার সামনে দিয়ে ছাড়া কোন ড্রেনেজ ব্যবস্থা নেই।
পাটকেলঘাটা এলাকার সুশীল সমাজ গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, পাটকেলঘাটা বাজারে কিছু এল,জি,ইডি রাস্তা দুই বছর যাবত খানা গর্তে পরিনত হওয়ার পরেও নেই কোনো সংস্কারের ব্যবস্থা। তারা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপের মাধ্যমে ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাণিজ্যিক বাজারের রাস্তা ঘাট ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জোর দাবি জানান।