বিশেষ প্রতিবেদক, তালা: আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার ধানদিয়া ইউনিয়নের ৪নং (কাটাখালী) ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধানদিয়া কাটাখালী বাজার চত্বরে নির্বাচনী প্রস্তুুতি সভা ওয়ার্ড জাতীয়পার্টির সভাপতি মো. বজলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি এবং তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধানদিয়া ইউনিয়ন জাপার সভাপতি প্রভাষক আবুবক্কর গাজী, সাধারন সম্পাদক মো. মানিক হোসেন মোড়ল, ওয়ার্ড জাপার সাধারন সম্পাদক মো. আব্দুস সাত্তার গাজী, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম মোড়ল, মো. আব্দুল হান্নান বিশ্বাস, মাষ্টার আব্দুর রাজ্জাক গাজী, মো. আব্দুস সাত্তার মিস্ত্রি, জাতীয় যুব সংহতির ধানদিয়া ইউনিয়ন সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোড়ল, ওয়ার্ড যুবসংহতির সভাপতি মো. আকবর আলী গাজী, সাধারন সম্পাদক মো. হাফিজুর রহমান সরদার, মো. আবু সাইদ মল্লিক, মো. রুবেল হাসান গাজী, জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ- সভাপতি মো. আহসান হাবিব, মো. ওবাইদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মো. শাহীদুর রহমান গাজী সবুজ, অমিত কুমার পাল প্রমুখ। নির্বাচনী প্রস্তুুতি সভায় প্রধান অতিথি পল্লী বন্ধুর হাত ধরে সাবেক মন্ত্রী এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর দক্ষিণ পশ্চিমাঞ্চলের অভাবনীয় উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্থি তুলে ধরে বক্তব্য রাখেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম উভয় প্রার্থীকে জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহব্বান জানান।