কিশোর কুমার: পাটকেলঘাটার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে জাকজমক পূর্ণভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৫৮৯ জন ভোটের মধ্যে ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । সাধরন অভিভাবক সদস্য পদে মোঃ হাফিজুর রহমান (আম) প্রতীকে ২৮৬ ভোট,শেখ নজিবুল হক (আনারস) প্রতীকে ২৮৫ ভোট,গাজী মোঃ পলাশ উদ্দীন (দোয়াত কলম) প্রতীকে ২৭৭ ভোট,মোঃ রাশিদুল ইসলাম (ব্যাট) প্রতীকে ২৬৫ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ফতেমা খাতুন (কলস) প্রতীকে ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান।