
মোঃ আকবর হোসেন,তালা: বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পাটকেলঘাটা থানায় মোঃ আরাফাত হোসেনকে সভাপতি এবং শেখ জাহিদুল ইসলামকে সাধারন সম্পাদক করে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর কমিটি গঠন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি গাজী মোঃ উজ্জল হোসেন সভাপতিত্বে এবং জেলা প্রজন্মলীগ এর সাধারন সম্পাদক শেখ রাজিব হোসেন এর উপস্থিতিতে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রজন্মলীগের সহ-সভাপতি মোঃ শাহিনুর বিশ্বাস, মোঃ আজিজুল ইসলাম, সামাদ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক শিউলি নাজনীন, উপদেষ্টা ভবতোষ, তালা সঞ্জিবনের পরিচালক শেখ সাফিউল হোসেন মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সভাপতির বক্তব্যে গাজী মোঃ উজ্জল হোসেন বলেন, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মুজিবীয় আদর্শ্য বুকে ধারন করে স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে চাই। দূণীতি, মাদক, সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রত্যয়ে একসাথে কাজ করবো ইনসাল্লাহ।