আকরামুল ইসলাম: সাতক্ষীরার পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজে শিক্ষার্থীদের মাদক আর জুয়ার আসর নিয়ে ভিডিও চিত্রসহ সংবাদ প্রকাশ হওয়ায় তোলপাড় শুরু হয়েছে। শিক্ষার পরিবেশ নিয়ে অবিভাবকদের মাঝে দেখা দিয়েছে সংশয়। এরই মধ্যে কলেজের প্রভাষক আব্দুল গফফার ছাত্রলীগকে উস্কে দিচ্ছেন সংবাদকর্মীর বিরুদ্ধে। সংবাদ প্রকাশের সঙ্গে জড়িতদের হাত-পা ভেঙ্গে দেওয়ার নির্দেশনা দিয়ে ছাত্রলীগকে মানববন্ধন ও প্রতিবাদ সভা করার পরামর্শ দেন এই প্রভাষক। পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজ ছাত্রলীগের সভাপতি ওসমানকে এসব নির্দেশনা দেন তিনি। ইতোমধ্যে কথপোকথনের সেই অডিও রেকর্ডটি ফাঁস হয়েছে। প্রভষকের এমন নির্দেশনার বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি ওসমান কথোপকথনের বিষয়টি অস্বীকার করেন। আপনাদের কি কথা হয়েছে তার অডিও রেকর্ড রয়েছে। তখন এই ছাত্রলীগ নেতা বলেন, একজন বল্লেই তো আর আমরা সব করবো না। আমরাও বুঝি কি করা যাবে আর কোনটা যাবে না। তবে এ ব্যাপারে কলেজের প্রভাষক আব্দুল গফফারের সঙ্গে যোগাযোগ করা হলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফকির আহম্মেদ শাহ বলেন, আমি বিভিন্ন মাধ্যমে শুনছি। তবে এটা বিশ্বাস হয়নি। আর কাউকে হাত-পা ভেঙ্গে ভয় দেখিয়ে কিছু করা এটা অন্যায়। উল্লেখ্য, সাতক্ষীরার হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজে ক্লাস চলাকালীন মাদক সেবন ও জুয়া খেলায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ের দোতলার একটি কক্ষে এমন কর্মকাণ্ড চললেও কিছুই জানে না কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজের চোখে মাদক সেবন ও জুয়া খেলার সামগ্রী দেখার পর হতবাক হন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কলেজ প্রাঙ্গন থেকে দৌঁড়ে পালিয়ে যায় জুয়া খেলায় লিপ্ত পাঁচ শিক্ষার্থী। এরপরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেন, কলেজে শিক্ষার সুন্দর পরিবেশ রয়েছে। এ ঘটনায় ভিডিওচিত্রসহ সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আকরামুল ইসলাম। সংবাদ প্রকাশের পরই সংবাদকর্মীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রভাষক আব্দুল গফফার। কলেজে এমন কর্মকাণ্ডের বিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। তবে এখনো তিনি কোন ব্যবস্থা নেননি।
https://www.youtube.com/watch?v=xBnFKckcf_w