নিজস্ব প্রতিবেদক: সা¤প্রদায়িক দাঙ্গাবাজদের বিরুদ্ধে সু-বিচারের দাবীতে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল হয় শনিবার সকাল ১০ টার দিকে।
সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক ইন্দ্রজিৎ কুমার সাধুর সভাপতিত্বে ও তালা উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক গৌতম কর্মকারের সঞ্চালনায় গণঅবস্থান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোহাম্মদ হোসেন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান তালা উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মাহবুব হোসেন মিন্টু, সাংবাদিক শেখ জহরুল হক সভাপতি পাটকেলঘাটা প্রেসক্লাব। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মৎসজীবী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুর রহমান, তালা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম-আহবাক বিপ্লব ঘোষ, সদস্য সচিব কার্ত্তিক আচার্য্য, সনঞ্জিৎ চক্রবর্তী পুরোহিত পাটকেলঘাটা কালি মন্দির, অমিত কুমার ঘোষ শিক্ষক পাটকেলঘাটা হাইস্কুল। এসময় বক্তারা আরও বলেন, হিন্দু-মুসলিম আমরা সকলে ভাই ভাই হিসাবে থাকব। ধর্ম নিয়ে কোন ভেদাভেদ অসা¤প্রদায়িক দেশে থাকতে পারে না। জাতির জনক বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এই দেশ অসা¤প্রদায়িক বাংলাদেশ। তাই বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটাই কথা, বাংলাদেশে কোন সা¤প্রদায়িক অপশক্তির ঠাই নাই ঠাই হবে না। সকল সা¤প্রদায়িক দাঙ্গাবাজদের কঠোর বিচারের আওতায় আনা হবে।