
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে: বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬১ তম রবীন্দ্র জয়ন্তী ২০২২ যথাযথ মর্যাদায় সাতক্ষীরা জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের উদ্যোগে গতকাল বিকাল ৪টায় প্রধান কার্যালয় পাটকেলঘাটায় পালিত হয়েছে। রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সভাপতি অধ্যপক প্রশান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যাপক কবি মুস্তাক আহমেদ শুভ্র, রবি ঠাকুরের জীবন নিয়ে আলোচনা করেন তালা বাজার কমিটির সাবেক সভাপতি জুনায়েদ আকবার, তালা উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ময়নুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাষ্টার বিধান দাশ, কুমিরা মহিলা কলেজের অধ্যাপক দেবজিত মিত্র। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক জাকির হোসেন। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।