সংবাদদাতা: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় র্যাব-৬ ও জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষন অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে পাটকেলঘাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠান থেকে ১লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠান গুলোর মধ্য হতে পাটকেলঘাটা বলফিল্ড বাস স্টান্ডের মেসার্স ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের কারখানার মালিক শিবুপদ ঘোষের নিকট থেকে ৭৫ হাজার, ওভার ব্রিজের নিচে মান্নান হুজুরের নিকট থেকে ৫০ হাজার ও বলফিল্ড এলাকার পলাশ হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭, ৪৩, ৪৫ ও ৫৩ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।