
কিশোর কুমার : পাটকেলঘাটায় ৫ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যাবসায়ীরা হল,থানার কুমিরা গ্রামের প্রকাশ রায়(৪৫), সরুলিয়া গ্রামের মৃত্যুজ্ঞয় বিশ্বাস(৪২), জুসখোলা গ্রামের রাইসুল ইসলাম(৫২)ও বড়বিলায় গ্রামের নারায়ন বিশ্বাস(৫০)। তালা সহকারী কমিশনার (ভুমি)খন্দকার রবিউল ইসলাম জানান, সোমবার (৬এপ্রিল) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করার সময় তারা নির্দিষ্ট সময়ের পর দোকান খুলে ব্যাবসা পরিচালনা করে আসছিল। এ সময় তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালতে (দন্ড বিধি১৮৬০সালের ১৪৮ধারায়) তাদের নিকট থেকে১৮০০টাকা জরিমানা আদায় করা হয় ।