প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০১৯, ১১:০৪ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড প্রদান
কিশোর কুমারঃপাটকেলঘাটায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে তিন মাদকসেবীকে ৬মাসের কারদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ঐ ব্যাক্তিরা হল থানার কুমিরা গ্রামের মৃত শুশান্ত সেনের পুত্র জগন্নাথ সেন (২৫) ও মহিরউদ্দীন সরদারের পুত্র সাহাজউদ্দীর সরদার(৩৬)অপর জন হল, সাতক্ষীরার তালতলা গ্রামের জিয়াদ আলীর পুত্র সাইফুল ইসলাম (৩৫)।পাটকেলঘাটা থানার এস আই শাহাদাৎ হোসেন জানান,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাাঁজা সেবনের সময় কুমিরা বাজারের পাশে সাইদুর রহমান বিপ্লবের বাড়ির পাশ থেকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে অল্প পরিমাণ গাাঁজাও উদ্ধার করা হয়।পরিবর্তীতে
শনিবার সকালে তালা উপজেলা নির্বহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদক সেবীকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.