
ফিরোজ হোসেন: সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রেমের টানে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে মুসলিম ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অন্তরা বৈরাগী (১৯)। সুত্রে জানা যায় পাটকেলঘাটা থানার কাপাস ডাঙ্গা গ্রামের মৃত দুলাল বৈদ্যের কন্যা অন্তরা বৈদ্য দীর্ঘ দীর্ঘ দিন ধরে নগরঘাটার গাবতলা গ্রামের রোস্তম আলী শেখের পুত্র মো. আলমগীর হোসেনের সাথে প্রেমের সম্পর্ক চলছিল। ভাল বাসার জের ধরে অন্তরা বৈদ্য গত ২১/১১/১৯ তারিখে ঘর ছেড়ে সাতক্ষীরা জজকোর্ট থেকে এভিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করেন। এভিডেভিট নামায় অন্তরা বৌদ্য ইসলাম ধর্মের নামনুসারে মোছাঃ ফারিয়া সুলতানা খুশি নাম রাখেন। পরে তারা উভয়ের সম্মতিতে গত ২৫/১১/১৯ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন,যার কপি দৈনিক সাতনদী পত্রিকার হাতে আছে।আলমগীর হোসেন এ প্রতিবেদক কে জানানা, আমরা একে অপরকে ভালবেসে বিবাহ করেছি।ফারিয়া সুলতানা ইসলাম ধর্ম গ্রহন করে আমাকে বিয়ে করেছে। ফারিহা সুলতানা জানান আমি স্বেচ্ছায় ইসলাম গ্রহন করে আলমগীরকে বিবাহ করে সুখে আছি।