প্রধান প্রতিবেদক : পাটকেলঘাটার কুমিরায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভিপি সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কুমিরা মৌজার এসএ ১২২৬ খতিয়ানের ৪০৬৮ নং দাগের ০.৩৪ একর জমি সম্পূর্ণ ভিপি সম্পত্তি। যা খাষ খতিয়ান ক তপশীলের অন্তর্ভূক্ত। উক্ত সম্পত্তি কুমিরা গ্রামের মৃত বিমল কুমার বসু ১৯৮০ সাল থেকে ইজারা গ্রহন করে মৃত্যুর পর তার ৫ পুত্রের ভিতর তপন কুমার বসু ইজারা গ্রহণ করে। যার লিজ / এজারা কেস নং ৬৬১ / ৮০-৮১ ও ৭৬/৮০-৮১। মৃত বিমল বসুর অন্য চার পুত্র বর্তমানে ভারতে অবস্থান করছে। বর্তমানে উক্ত সম্পত্তি কুমিরা মহিলা কলেজের সম্মুখে হওয়ায় মোটা অংকের টাকায় হস্তান্তর করছে কথিত তপন বসু। হস্তান্তর সূত্রে ক্রয়কৃত জমিতে শেখ শওকত হোসেন দাপটের সহিত ছাদ বিশিষ্ট্য অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চলমান রয়েছে। যাহা কুমিরা মৌজার জনৈক তপন কুমার বসু, পিতা-মৃত বিমল কুমার বসু অর্পিত নীতি মালার আলোকে ১৯৮০ সাল থেকে এজারা গ্রহণ করিয়া কৃষি ফসল উৎপাদন করিতেছিল। যেহেতু ভিপি সম্পত্তি তাই সুচতুর এজারা গ্রহিতা তপন বসু না দাবী পত্রের মাধ্যমে ষ্টাম্পে হস্তান্তর করিতেছে। যেটা সম্পূর্ণ নীতি মালা বহির্ভূত। ইহাতে সরকার বাহাদুর রাজস্ব বঞ্চিত হইতেছে। না দাবী পত্রে ক্রয়কৃত মালিক তালা উপজেলা বি.এন.পি তথ্য ও গবেষণা সম্পাদক জনৈক শেখ শওকত হোসেন, পিতা-নাদের আলী শেখ, সাং-দাদপুর, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা বর্তমানে উক্ত সম্পত্তিতে আর, সি, সি, ঢালাই দিয়ে ছাদ বিশিষ্ট্য পাকা ঘর নির্মাণ করিতেছে। এ সকল অভিযোগ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন সরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত বদরুজ্জাম মোড়লের দ্বিতীয় স্ত্রী আফরোজা বেগম। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্য পাঠ করেন। এ বিষয়ে এসিল্যান্ড পাটকেলঘাটাকে জানালে তিনি বলেন, ঘটনা সত্য আমি জানতে পেরে তাৎক্ষনিক নায়েব কার্ত্তিক বাবুকে পাঠিয়ে কাজ বন্ধ করার ব্যবস্থা করেছি। এবং তপন বসুর ভিপি সম্পত্তি হস্তান্তর সম্পর্কে অবহিত করেছি। আমি তার ইজারা বাতিল করিব।