প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় পুলিশের অভিযানে ২ ডাকাত গ্রেফতার
কিশোর কুমারঃ পাটকেলঘাটায় থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হল, সাতক্ষীরার জেলার সদর থানার বকচরা গ্রামের মৃত তারাচাঁন শেখের পুত্র, মোসলেম শেখ (৫৫), অপরজন হল যশোর জেলার কেশবপুর থানার শেখপুরা গ্রামের আঃ রহমান শেখের পুত্র মামুন শেখ (৩০)। পুলিশ সুত্রে জানা যায়,গত রবিবার(৯ফেব্রুয়ারি) গভীর রাত পর্যান্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে, তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ০৩ টি শাড়ি ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানার তাং-২৭/০১/২০২০ ইং, ধারা-৩৯৫/৩৯৭ মামলা রয়েছে।
মামলা নং-০৭। গ্রেফতারকৃত আসামীরা উক্ত মামলার ঘটনার সহিত জড়িত আছে মর্মে স্বীকারও করেছে। আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.