প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০১৯, ১১:৫৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে কাপড় ব্যবসায়ী নিহত
কিশোর কুমার : সাতক্ষীরা - খুলনা মহাসড়কে পাটকেলঘাটা আমিরুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের রমজান আলীর পুত্র আব্দুর রাজ্জাক (৬০) পরিবহনের ধাক্কায় নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,
বুধবার রাত আনুমানিক ১০টার সময় পাটকেলঘাটা বাজারে মসারী ওকাপড় বিক্রয় করে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রাজ্জাক। এসময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী পরিবহনের সাথে তার মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি পরিবহনের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মূর্শেদ ঘটনাস্থলে পরিদর্শন শেষে জানান, নিহতের লাশ ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। কিন্তু ঘাতক পরিবহনটি আটক করা সম্ভব হয় নি।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.