প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২০, ৭:১৫ অপরাহ্ণ
পাটকেলঘাটায় দুই মাদক ব্যবসায়ী আটক
কিশোর কুমার : পাটকেলঘাটায় ৫ বোতল ফেনসিডিল সহ সাবেক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।আটককৃত হল থানার লালচন্দ্রপুর গ্রামের মৃত জামাল উদ্দীনের পুত্র আসাদুজ্জামান মিন্টু (৩৩)। অপর জন হল তালা উপজেলার সাহাপুর গ্রামের বদর উদ্দীন মোড়লের পুত্র আমিনুল ইসলাম (৪১)। পুলিশ জানায়, বুধবার (৪মার্চ) সকালে গোপন সংবাদের অভিযান চালিয়ে পাটকেলঘাটার ওভার ব্রিজে নিচে গনির হোটেল সামনে থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের দেহ তল্লাসি করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং৩। আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.