কিশোর কুমার : পাটকেলঘাটায় ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৬টায় সংগঠনের পাটকেলঘাটায় প্রধান কার্যালয়ে তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরমান আলি’র
সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আবু দাউদের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রিজাউল করিম,নুরমোহাম্মদ,সহসম্পাদক শ্রীনন্দ্র লাল,সাংগঠনিক সম্পাদক নুরইসলাম খোকা। এ সময় অনান্্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহ-সাংগঠনিক আব্দুর রাজ্জাক,দপ্তর আবু সাঈদ,প্রচার সম্পাদক জিয়াউর রহমান,সদস্য রবিউল ইসলাম,শফিকুল,বক্কার,আফসার আলি,শাহাদা’ হোসেন,কবিরুল ইসলাম,মোরশেদ হোসেন,হযরত আলী,ফজর আলি,রুহুল আমিন,সালাউদ্দীন,হাফিজ,এরশাদ,মান্নান প্রমুখ । সভায় তালা ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নে বিধিমাল বহিভূত ইউনিয়নে কাজ করার অপরাধে রাজমিস্ত্রি জিয়াউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫ দিনে কাজ বন্ধ রাখা ও রাজমিস্ত্রী রজব আলী সংগঠনের অভিযোগ দেওয়ার পর কেন মালিকের কাছ থেকে টাকা আদায় করার কারনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।