
সাতনদী ডেস্ক: পাটকেলঘাটার পারকুমিরা গ্রামে গত সোমবার রাত ৩টার দিকে একটি ঘরের তালা কেটে ইজিবাইক চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ঐ রাতে ইজিবাইক মালিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি করে কোন সন্ধান মেলাতে পারেনি।
জানাগেছে, পার কুমিরা গ্রামের শেখ আলফাজ উদ্দীনের বাড়ী গভীর রাতে চোরের দল ভিতরে প্রবেশ করে। ঘরের তালা কেটে নাসিরউদ্দীন বাবুর ইজিবাইক চুরি করে নিয়ে যায়। চোর এর আগে বসত ঘরে ক্লাসিকাল গেটে তালা লাগিয়ে দেয়। এলাকাবাসী সূত্রে জানায়, পাশে একটি আম বাগানে রাত ভোর চলে জুয়ার আসর। এরাই ইজিবাইকটি চুরি করতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইজিবাইক মালিক নাসিরউদ্দীন বাবু পাটকেলঘাটা থানায় ১টি সাধারন ডায়েরীর প্রস্তুতি নিচ্ছে।