
কিশোর কুমার: সারাদেশের ন্যায় পাটকেলঘাটার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অনুষ্ঠিত হলো বই বিতরণ উৎসব। এরই অংশ হিসেবে পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকাল ১০টায় বই বিতরণ অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, ওলামালীগনেতা শেখ আনছার আলী, ইউপি সদস্য হাফিজুর রহমান, সেচ্ছাসেবকলীগ নেতা শাহীদুজ্জামান পাইলট, আনোয়ার হোসেন, শিক্ষক জয়নুল আবেদীন, মুজিবর রহমান প্রমুখ। অপরদিকে খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সবুরের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্কাসপাটির নেতা বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক সাব্বীর হোসেন সহ পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ।
এছাড়া পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ,কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,কুমিরা বহুমুখী উচ্চ বিদ্যালয়,কাশিপুর মাধ্যমিকবিদ্যালয়,সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটায় যুগীপুকরিয়া প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব ২০২০ বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোশারফ হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ে সাবেক এসএমসি’র সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, রিপন হোসাইনসহ শিক্ষক-শিক্ষিকাও অভিভাবক সদস্য বৃন্দ।