এস.এম মজনু, পাটকেলঘাটা থেকে: পাটকেলঘাটা থানার খাস জমির উপরে বস্তিবাসীদের উচ্ছেদ করায় বহুল আলোচিত এসিল্যান্ড আব্দুল্লাহ আল আমিন অবশেষে শাস্তিমূলকভাবে গত মঙ্গলবার তাকে বদলী করা হয়েছে। সূত্রে জানাগেছে, এসিল্যান্ড পাটকেলঘাটায় যোগদানের কিছুদিন পর থেকে কপোতাক্ষ নদের ধারে খাস জমিতে ৩০/৩৫ জন অসহায় গরিব মানুষ ছালার চট টাঙিয়ে চা, পান ও ভাজার দোকান দিয়ে কোন রকমে জিবিকা নির্বাহ করতেন। এসিল্যান্ড নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে কিছু ভাড়া করা লোক নিয়ে অস্থায়ী দোকানগুলি ভেঙ্গে চুরে নদীতে ফেলে দেয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী নারী পুরুষ মিলে পাটকেলঘাটা ভূমি অফিসের সামনে এসিল্যান্ডকে অপসারনের দাবীতে ঝাড়ু মিছিল দেয়। যার প্রেক্ষিতে উপর মহলের নির্দেশে শাস্তিমূলক ভাবে চট্রগ্রামের রাউজান থানায় তাকে বদলী করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ চেয়ারটি এখনও খালি রয়েছে।