নিজস্ব প্রতিবেদক, তালা :
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ৫শত গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৩৫)নামে এক জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের নিমতলা এলাকা থেকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর একই এলাকার মজিদ বাজের ছেলে।
পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ নগরঘাটা এলাকায় অভিযান চালায়। এসময় নিমতলা এলাকায় জাহাঙ্গীরের কাছ থেকে ৫০০গ্রাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কান্ডে জড়িত থাকার বিষয়টি সে স্বীকার করে বলে জানায় পুলিশ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রনে আইনে একটি মামলা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।