সংবাদদাতা: পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ সালের সেপ্টেম্বর মাসের গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ২ লক্ষ ৪৬ হাজার ৫৮১ টাকার বরাদ্দের কাজ সমাপ্তি।
সরুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে জানাগেছে, অর্থ বছরে তালা উপজেলা প্রশাসন অফিস থেকে ২০২৩-২৪ সালে সেপ্টেম্বর মাসের ২ লক্ষ ৪৬ হাজার ৫৮১ টাকার বরাদ্দের কাজ আসে বর্তমান প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা নিকট। উক্ত বরাদ্দের উন্নয়নের কাজ জুজখোলা তেঁতুলতলা ময়জুদ্দীনের মুদি দোকানের সামনের কালভার্ট নির্মান কাজ যার ব্যয় ৪০ হাজার টাকা, পাটকেলঘাটা নিলিমা ইকো পার্কে পাইপ বসানো ও ওয়াপদার মাটি ভরাট, বাকি কাজ গুলোর মধ্যে ১নং ওয়ার্ডের পানি নিষ্কাশনের জন্য পিভিসি পাইপ, আমজাদ সরদারের বাড়ীর সামনে, নজরুল সরদারের বাড়ীর সামনে, গণি ঢালীর বাড়ীর সামনে, ইয়াছিন শেখের বাড়ীর সামনে, ২নং ওয়ার্ডের ওলিউলের বাড়ীর সামনে, এ্যাড সামাদের বাড়ীর সামনে, মধুর বাড়ীর সামনে, বড়বিলা গ্রামের ডা: মামুনের বাড়ীর সামনে, ৩নং ওয়ার্ডের বড় কাশিপুর পশ্চিম পাড়া মতিয়ারের বাড়ীর সামনে, সোহাগের বাড়ীর সামনে, হেকমত আলীর বাড়ীর সামনে, মকবুলের বাড়ীর সামনে, মজুমদার পাড়া স্মরনের বাড়ীর সামনে, ৯নং ওয়ার্ডের আচিমতলা গ্রামের মহসিনের মিলের সামনে, ভারসা রুম মোড়লের বাড়ীর সামনে ও মোজাম গাজীর পুকুরের পাশে, শহিদুল সরদারের বাড়ীর সামনে, ৭নং ওয়ার্ড তৈলকুপী মোশারফ মাষ্টারের বাড়ীর সামনে, আলিম মাষ্টারের বাড়ীর সামনে ২টা, বাশারের বাড়ীর সামনে, ৫নং ওয়ার্ড শাকদহ গ্রামের ওসমান হুজুরের বাড়ীর সামনে, ৮নং ওয়ার্ডের জুজখোলা গ্রামের বসির সরদারের বাড়ীর সামনে, বাগপাড়া আবুল হোসেনের বাড়ীর সামনে, শিয়ালডাঙ্গা ডিপ কলের সামনে মোট ৩টি, মহিলা সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মোট ১২টি পাইপ বরাদ্দ দেওয়া হয়েছে।