
নিজস্ব প্রতিবেদক, তালা:
পাটকেলঘাটায় হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে কলেজ চত্বরে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফারের সভাপতিত্বে ও বাংলা অধ্যাপক মোঃ আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, কলেজের প্রাক্তন অধ্যক্ষ আনোয়ারুল হক, প্রাক্তন সহকারী অধ্যাপক সুব্রত কুমার দাশ, কলেজ পরিচালনা কমিটির সদস্য সাঈদুল আলম বাবলু, শিক্ষক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মা: নাজমুল হক ও প্রভাষক লক্ষী রানী দাশ প্রমূখ । আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘটে।