সাতনদী ডেস্ক: পাটকেলঘাটায় ফড়িয়া ফিস নামে এক প্রতিষ্ঠানকে মৎস্য মান নিয়ন্ত্রন ও পরিদর্শন অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা করেছে। পাটকেলঘাটার থানার তৈলকুপী গ্রামে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানে মৎস্য ও মৎস্যপণ্য মজুদ রাখা বাজার জাত ও অসাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যা ও মজুদ করার দ্বায়ে গতকাল সকাল সাড়ে ১০ টায় তৈলকুপী গ্রামের মো. গাজীর মসজিদ সংলগ্ন হায়দার মেম্বারের বাড়ী তালা উপজেলা মৎস্য অধিদপ্তর গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ফড়িয়া ফিস ফিডের মালিক মীর মনিরুল ইসলামের প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিসারিজ অফিসার সুবির কুমার দত্ত, ক্ষেত্র সহকারী অফিসার মো. রফিজুদ্দীন সরদার, কম্পিউটার অপারেটর পার্থ কুমার দাশ, অফিস সহকারী মো. সাইফুল ইসলাম।