প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় রাস্তা দখল করে সীমানা প্রাচীন নির্মানের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ গনঅভ্যুন্থানে শেখ পতনের পর দীর্ঘ ২৫বছরের যাতায়তের রাস্তা দখল করে সীমানা প্রচীর নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় তিন বিএনপি নেতাদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার চেয়ে সাতক্ষীরা সেনাবাহিনীর দপ্তরে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। সোমবার সকালে পাটকেলঘাটার পল্লীবিদ্যুৎ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন, তৈলকুপি এলাকার, বিএনপি নেতা আবুল কালাম আয়ুব হোসেন ও শফিকুল ইসলাম।ভুক্তভুগীরা হলেন, বড় কাশিপুর এলাকার শেখ ইমামুজ্জামান সাগর ও নাছিমা খাতুন।
সরোজমিনে গেলে ভুক্তভোগীরা জানান, সরুলিয়া ইউনিয়নের পল্লী বিদ্যুৎসদর দপ্তরের সামনে রাজেন্দ্রপুর মৌজার ৪০দাগের ২.৭৭শতক জমি কিনে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলেন। কিন্ত গেল ৫আগষ্ট গনঅভ্যুথানে শেখ হাসিনা ক্ষমতা চ্যুত হয়ে গেলে।আবুল কালাম, আয়ুব হোসেন, শফিকুল ইসলাম নানাভাবে তাদের হয়রানি করে আসছিল।এনিয়ে একাধিক দপ্তরে অভিযোগ করলেও কোন প্রতিকার পাননি। সোমবার সকালে হঠাৎ দীর্ঘদিনের যাতায়তের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মান করতে থাকে ওই সময় তিনি বাঁধা দিতে গেল তাদের খুন জখমের হুমকি দেয়।
এদিকে নাম না জানানোর শর্তে স্থানীয় এক শিক্ষক জানান, একই জায়গার তার আটশতক জমি নিয়ে তিনি বাড়ি ভাড়া দিয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছিলেনন তিনি।কিন্তু গেল ৫আগষ্ট সরকার পরিবর্তনের সাথে সাথে তারবাড়িতে আবুল কালাম ও শফির নেতৃত্বে একদল সন্ত্রাসীর তার বাড়িতে প্রবেশ করে দখল যজ্ঞ চালায়।ওই সময় তারা বাড়িতে তালা লাগিয়ে ভাড়াটিয়াদের বের করে দেয়।এরপর কয়েকদফায় মোটাংকের চাঁদদাবী করে আসছিল। এই বিষয়ে তিনি প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেছেন।
অভিযোগ অস্বীকার করে আবুল কালাম ও শফি জানান, ওই জায়গায় তাদের সম্পত্তির রয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.