কিশোর কুমার: পাটকেলঘাটায় সাইফুল ইসলাম ওরফে সবুজ মোড়ল (২৩) নামের এক যুবকের আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার বেলা ৩ টার সময় পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ওই এলাকার ইনছার মোড়লের ছেলে। স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, সাইফুল পাটকেলঘাটায় ফ্লাক্সিলোডের ব্যবসা করতো। আজ সকালে বাজারে গেলেও দোকান খোলোনি সে। পরে বেলা ১২ টার দিকে পাটকেলঘাটা থেকে বাড়িতে গিয়ে সবার অজান্তে কোন এক সময় ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরে ঘরের দরজা আটকা দেখে তার মা বোন ডাকাডাকি করে এর পর সাড়া না দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তার কোন কারন জানা যায়নি। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান বিষযটি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।