নিজস্ব প্রতিবেদক, তালা: স্কুলে যাওয়ার পথে বিদ্যুৎ কর্মকর্তার মোটরসাইকেলের ধাক্কা লেগে সানোয়ার হোসেন (৯) নামে এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা পলি বেগম। অভিযুক্ত বিদ্যুৎ কর্মকর্তা হলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মো. মোকছেদুল মোমিন। সোমবার সকালে সাতক্ষীরা খুলনা মহাসড়কে পল্লী বিদ্যুৎতের সদর দপ্তরের সামনে ঘটনাটি। ভুক্তভোগী সানোয়ার সুরুলিয়া ইউনিয়নের পাটকেলঘাটা এলাকার অহিদুজ্জামান মোড়লের ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সরোজমিনে গেলে ভুক্তভোগীর মা জানান, শিশু সানোয়ার প্রতিদিনের মত সকালে স্কুল যাচ্ছিল। পথিমধ্যে পল্লী বিদ্যুৎতের সামনে আসলে ডিজি এম মোকছেদুল মোমিনের মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়।এতে তার শিশুটি গুরত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহয়তায় তিনি শিশুটিকে নিয়ে সাতক্ষীরার একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে তার শিশুটির বুকের বাম পাজরে গুরত্বর আঘাত পেয়েছে। ঘটনাটি নিয়ে একাধিক বার পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে সাথে জানালে তিনি কোন সদুত্তর দেননি বলে অভিযোগ করেন তিনি। বাধ্য হয়ে তিনি থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ অস্বীকার করে ডেপুটি জেনারেল ম্যানেজার মোকছেদুল মোমিন জানান, আমার মোটরসাইকলের শিশুটির ধাক্কা লাগেনি তবে সেটা অন্য কারোর সাথে হতে পারে।তারা আমায় মিথ্যা দোষারোপ করছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান দায় এড়িয়ে বলেন, ডিজি এম কোন মোটরসাইকেল ব্যাবহার করেন না, তার নিজস্ব গাড়ি রয়েছে। তিনি বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন। তারপরও তার অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী এ ঘটনা ঘটালে তিনি আর্থিক সহয়তা দিবেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।