নব কুমার দে, তালা: তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড মাঠে উপজেলা ভূমি অফিস তালা, সাতক্ষীরা এর পক্ষ থেকে দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ২৭ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪ টায় বলফিল্ড মাঠে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভূমি কর্মকর্তা আরাফাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই।আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা - কর্মচারী বৃন্দ। তালা উপজেলার ১২টি ইউনিয়নের ৮টি ইউনিয়ন সহকারী ভূমি অফিসের মাধ্যমে গরীব দুঃখীদের মধ্যে ৫৫০টি কম্বল বিতরণ করা হয়।