তালা প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার গিয়াসউদ্দিন সরদার নামে এক ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা এ সময় ঘরের জানালা কেটে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল সহ ১৫ লক্ষ টাকার মালামাল লুট করেছে বলে ওই ব্যাবসায়ীর দাবী। ঘটনার খবর পেয়ে ঐ রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’জনকে আটক করেছে বলে জানা গেছে। শুক্রবার ভোর রাতে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামের চারাবটতলা নামক এলাকায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী গিয়াসউদ্দীন সরদার জানান, গভীর রাতে একদল ডাকাত দল ঘরের দ্বিতীয় তলার জানালার গ্রীল কেটে ভিতরে ঢোকে। ওই সময় ডাকাত দল বাড়ীর সবাই কে অস্ত্রের মুখে জিম্মি করে চোক মুখ বেঁধে আটক করে রাখে। তিনি তখন জীবনের ভয়ে সব চাবি ডাকাতদের হাতে তুলে দেন। এই সুযোগে তারা ঘরে থাকা নগত টাকা স্বর্ন অলংকার, একটি হোন্ডা মটর সাইকেল সহ ৫০ বস্তা শুকনো হলুদ নিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, ডাকাতির পর এলাকায় অজ্ঞাত একটি পিকআপ ঘুরাঘুরি করার সময় টহলরত পুলিশ সন্দেহজনক ভাবে পিকআপ সহ দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে সকালে তালা সার্কেল ও পাটকেলঘাটা থানার ওসি ঘটানাস্থল পরিদর্শনে আসেন। এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওই ব্যাবসায়ী। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। এছাড়া সংঘবদ্ধ ডাকাত দলকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলাটি প্রক্রিয়ধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।