
নিজস্ব প্রতিবেদক, তালা: পাটকেলঘাটায় থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদক সহ তিনজন ও নারী নির্যাতনের অভিযোগে ১জন সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের যুগিপুকুরিয়া ও নগরঘাটা এলাকার পাঁচপাড়া এলাকা থেকে আটক করা হয়। এসময় আটক তিন ব্যাক্তির কাছ থেকে মোট ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন যুগিপুকুরিয়া গ্রামের মোস্তাফা মুক্তির ছেলে শরিফুল ইসলাম (৩৮) পাঁচপড়া গ্রামের সোহারাব গাজীর ছেলে রাসেল গাজী (২৮) ও মিঠাবাড়ি গ্রামের মৃত শাহজুদ্দীন সরদারের ছেলে নজরুল ইসলাম (৪৬)। এছাড়া নারী নির্যাতনের অভিযোগে পাঁচপাড়া গ্রামের মৃত গহর আলীর মোড়লের ছেলে রেজাউল মোড়লকে(৫০)কে আটক করা হয়। থানা পুলিশ জানায়, গতকাল মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশ শরিফুল ইসলাম, রাসেল গাজী ও নজরুল ইসলামকে আটক করে। পরে শরিফুলের কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া রাসেল ও তার সহযোগী নজরুলের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, ৬ দিন আগে তার পুত্রবধুকে নির্যাতনে করে পাঁচপাড়া এলাকার রেজাউল মোড়ল। গতকাল তাকে আটক করা হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।